২১ এপ্রিল দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। আর পরদিন সরকারি ছুটি থাকবে।শবে বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যে পালিত একটি পূণ্যময় রাত। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান ইবাদাতের মাধ্যমে এই রাত পালন করেন। তবে মুসলিমদের কোনো কোনো দল এই রাতে বিশেষ কোনো ইবাদাতের নির্দেশ নেই বলে মনে করেন। ইবাদত-বন্দেগির পাশাপাশি বাড়ি বাড়ি হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হবে। এসব খাবার বিতরণ করা হবে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে। সন্ধ্যার পরে অনেকে যাবেন কবরস্থানে। চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।আগামী ২১ তারিখ পবিত্র শবে বরাত-২০১৯ সালের
শবে বরাতের বাজার আপনার বাসায় পেতে এখনই অর্ডার করুন- https://www.mashikbazaar.com/
ফোন করুন- 01970299233
www.mashikbazaar.com
0 Comments