সবাইকে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে
মানুষ মরে যাচ্ছে,অনেক অনেক আপন মানুষ গুলো অসুস্থ হয়ে যাচ্ছে,কেও বা শেষ নিশ্বাস ত্যাগের অপেক্ষায় আছে। ছোট বেলা থেকে যাদের দেখে বড় হয়েছি এক এক করে তারা না ফেরার দেশে চলে যাচ্ছে।কিছুই করার উপায় নাই।কাওকে আটকে রাখা যাবেনা।আমিও চলে যাব একদিন।আজকাল এতো মৃত্যু সংবাদ পাচ্ছি,প্রতিটা দিন আপন মানুষের দুঃসংবাদ দিয়ে ঘুম ভাংছে।।। তবুও তবুও কিছু মানুষের অহংকার,দাম্ভিকতা, লোভ,জেদ,অন্যের অনিষ্ট কামনাতেই দিন পার করছে।।।কে বুঝাবে কাকে? যদি না তার বিবেক তাকে নাড়া দেয়।মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির জন্য কান্না করা সত্যি সেটা নাহাক।যদিনা বেচে থাকতে তাকে একটু ভালো না বাসলে।।।সবাই ভালো থাক,সুস্থ থাক এবং ঈমানের সহিত মৃত্যু হোক। সেই দুয়া করি।।
0 Comments